kalerkantho

26th march banner

তথ্য মেলা

চাঁদপুর প্রতিনিধি   

২৯ মার্চ, ২০১৬ ০০:০০‘তথ্যই শক্তি, জানব জানাব, দুর্নীতি রুখব’—এই স্লোগানে চাঁদপুরে গতকাল সোমবার দিনব্যাপী তথ্য মেলা হয়েছে। জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডলের নেতৃত্ব এতে স্থানীয় গণমান্য ব্যক্তিরা ছাড়াও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সনাক সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে বিকেলে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামছুন্নাহার, মুহাম্মদ লুত্ফর রহমান, অধ্যক্ষ মোশারেফ হোসেন, বি এম হান্নান, সোহেল রুশদী।


মন্তব্য