kalerkantho


১ম কলাম

চিকিৎসকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি   

২৯ মার্চ, ২০১৬ ০০:০০নড়াইলের লোহাগড়ায় গাছ থেকে পড়ে আহত পল্লী চিকিৎসক আইয়ুব হোসেন সরদারের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল সোমবার দুপুরে তিনি মারা যান। আইয়ুব উপজেলার আমাদা গ্রামের আক্কাস হোসেন সরদারের ছেলে। পরিবার জানায়, গত রবিবার সকালে আইয়ুব হোসেন বাড়িতে একটি মেহগনিগাছে জড়ানো বেতের ডাল পাড়তে গাছটিতে ওঠেন। অসাবধানবশত তিনি গাছ থেকে মাটিতে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল দুপুরে তিনি মারা যান।


মন্তব্য