kalerkantho


সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৫ আহত অর্ধশত

প্রিয় দেশ ডেস্ক   

২৯ মার্চ, ২০১৬ ০০:০০নাটোরের লালপুর, বগুড়ার শেরপুর, চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৫১ জন।

বগুড়া : শেরপুর উপজেলায় হানিফ ও সালমা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় তিনজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের গাড়িদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন মা-ছেলে বলে ধারণা করছে পুলিশ। অন্যজন হানিফ পরিবহনের বাসের চালক। তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নাটোর : লালপুর উপজেলায় লরির ধাক্কায় রহমত আলী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় খায়রুল ইসলাম নামের একজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার কদিম চিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্য।

চুয়াডাঙ্গা : দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা মোহাম্মদ হাসান মারা গেছেন। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

দিনাজপুর : বীরগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২৫ জন আহত হয়। গতকাল সকালে উপজেলার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের চাকাই যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মন্তব্য