kalerkantho


ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৮ মার্চ, ২০১৬ ০০:০০



গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গতকাল রবিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বীরেন শিকদার এমপি বলেন, খেলাধুলা একটি জাতির ভাবমূর্তি গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বর্তমান প্রজন্মকে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার আহ্বান জানান। এতে করে তরুণ প্রজন্ম মাদকসহ অন্য খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে পারবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী।


মন্তব্য