kalerkantho


টঙ্গীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি   

২৮ মার্চ, ২০১৬ ০০:০০



টঙ্গীর মার্স স্টিজ পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে গতকাল রবিবার দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, কোনো শ্রমিক নির্দিষ্ট সময়ের চেয়ে পাঁচ-দশ মিনিট দেরিতে এলে এবং বিনা অনুমতিতে এক দিন অনুপস্থিত থাকলে ছাঁটাই করা হয়। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ফাতেমা, রোকসানাসহ অন্তত পাঁচ শ্রমিক আহত হয়। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মার্স স্টিজ কারখানার পরিচালক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের কারখানায় কোনো সমস্যা নেই। হয়তোবা বহিরাগত কেউ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কারখানার ক্ষতির জন্য এ ঘটনা ঘটিয়েছে।


মন্তব্য