kalerkantho


ইঞ্জিন বিকল

ঢাকা-ময়মনসিংহ পথে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৭ মার্চ, ২০১৬ ০০:০০গাজীপুরের চাপুলিয়ায় গতকাল শনিবার যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ঢাকা যাচ্ছিল। দুপুর ১২টার দিকে গাজীপুরের ভাওয়াল গাজীপুর ও জয়দেবপুর জংশনের মধ্যবর্তী চাপুলিয়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে য়ায়। ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ও গাজীপুরগামী ডেমু ট্রেনটি শ্রীপুর স্টেশনে আটকা পড়ে। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন এনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটিকে সরিয়ে নেওয়া হলে দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কয়েকজন যাত্রী জানান, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েন। লক্কড়-ঝক্কড় ইঞ্জিন ও বগি দিয়ে ট্রেন চলাচল করায় এই পথে প্রায়ই ট্রেন বিকল ও বগি লাইনচ্যুতের ঘটনা ঘটছে।


মন্তব্য