kalerkantho


কাঁচপুরে আগুনে পুড়ল কারখানা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২৬ মার্চ, ২০১৬ ০০:০০সোনারগাঁ উপজেলার ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিনহা টেক্সটাইলে গতকাল শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ জানা যায়নি।

কারখানা কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, দুপুর সোয়া ১টার দিকে সিনহা টেক্সটাইল কারখানার রোপ উইভিং শাখায় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা হাজীগঞ্জ নারায়ণগঞ্জ ও ঢাকার রমনা থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে এ সময়ের মধ্যে কারখানার মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ ব্যাপারে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক হুমায়ন কবির জানান, আগুনে কারখানার বিপুল পরিমাণ সুতা, মেশিনারিজ যন্ত্রপাতি, টিনশেড ও সিলিং পুড়ে গেছে। তবে কারখানাটি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দিন মনি শর্মা জানান, আগুনে ওই কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


মন্তব্য