kalerkantho

বুধবার । ১৮ জানুয়ারি ২০১৭ । ৫ মাঘ ১৪২৩। ১৯ রবিউস সানি ১৪৩৮।

পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০সাভার পৌর এলাকার নামাবাজারের কাছে গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ী স্বপন মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিনশেডের ১০টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এ ব্যাপারে বাড়ির মালিক স্বপন জানান, বিকেলে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভাড়া দেওয়া ১০টি ঘর পুড়ে যায়। এদিকে সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শেখ শাহাজুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা করছেন।


মন্তব্য