kalerkantho

নতুন বিভাগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ছয়টি নতুন বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় বরাদ্দের সিদ্ধান্তও নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৮৩তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন বিভাগগুলোর মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ, মিউজিক, এরোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স ও এভিয়েশন ম্যানেজমেন্টে স্নাতক এবং থিয়েটার স্টাডিজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চালু করা হচ্ছে। বিষয়গুলো সম্পর্কিত রেজুলেশন ও সিলেবাস অনুমোদন করা হয়েছে সভায়।


মন্তব্য