kalerkantho


সোনারগাঁয় দুই মাদক ব্যবসায়ী আটক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়াবা, নগদ টাকাসহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ওসি জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকার মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন ও তাঁর স্ত্রী নিলুফা বেগম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোশারফ হোসেনের স্ত্রী নিলুফা বেগমকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় টহলরত অবস্থায় মুন্সীগঞ্জের জুলহাস মিয়ার ছেলে শামীম মিয়াকে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আটক করা হয়। পৃথক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


মন্তব্য