kalerkantho


মুক্তিযুদ্ধের গল্প

রাজবাড়ী প্রতিনিধি   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনে আবেগাপ্লুত রাজবাড়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। আর তাদের এ সুযোগ করে দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। অনুভূতি জানাতে গিয়ে শিক্ষার্থীরা বলে, এমন আয়োজন হওয়া উচিত নিয়মিতই। তাতে তারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আরো বেশি জানতে পারবে। তাঁদের প্রতি বাড়বে শ্রদ্ধা ও ভালোবাসা। জানা যায়, জেলার ১০টি স্কুলে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানোর উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে ‘আমার বন্ধু রাশেদ’ দেখানো হয়। শেষে প্রধান শিক্ষক সৈয়দা মোনোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির, সদর থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন, মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, ডা. আবদুর রহিম মোল্লা প্রমুখ। ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা এসপি কবির বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধের গল্প জানাটা জরুরি। এ কারণে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করছেন তিনি।


মন্তব্য