kalerkantho


মান্দায় দম্পতির ‘আত্মহত্যা’

নওগাঁ প্রতিনিধি   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০নওগাঁর মান্দায় গ্যাসবড়ি (ইঁদুর মারার বিষ) খেয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বারিল্যা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন বারিল্যা গ্রামের লফির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও সাইদুর রহমানের মেয়ে বিলকিছ বিবি। স্থানীয়রা জানায়, শফিকুল-বিলকিছ প্রায় এক বছর আগে প্রেম করে বিয়ে করেন। বাবা-মায়ের অমতে বিয়ে করায় প্রায়ই ঝগড়া লাগত তাঁদের সংসারে। গতকাল সকালে একই বিষয় নিয়ে বাবা লফির উদ্দিনের সঙ্গে শফিকুলের ঝগড়া হয়। একপর্যায়ে শফিকুল-বিলকিছ অভিমান করে গ্যাসবড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁদের। পথেই তাঁদের মৃত্যু হয়।

 


মন্তব্য