kalerkantho


সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬

প্রিয় দেশ ডেস্ক   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু, কলেজ ছাত্রীসহ ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর : মানিকগঞ্জ : সিঙ্গাইর উপজেলায় ট্রাকচাপায় মরিয়ম আক্তার নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের গলাকাটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম আজিমনগর গ্রামের অ্যাডভোকেট শহীদুর রহমানের মেয়ে। সিঙ্গাইর ডিগ্রি কলেজ থেকে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও পালিয়ে গেছে এর চালক।

টাঙ্গাইল : মধুপুর উপজেলার গাঙ্গাইর এলাকায় গত বুধবার রাতে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। নিহতরা হলো কালিহাতী উপজেলার মশাজান গ্রামের সোহেল মিয়ার মেয়ে সামিয়া (৮), ফটিক উদ্দিনের ছেলে জামাল উদ্দিন, রাইজ উদ্দিন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা : তালা উপজেলার পাটকেলঘাটায় তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কুমিরা গ্রামের একব্বর শেখ ও মনোহরপুর গ্রামের রহিম বিশ্বাস।


মন্তব্য