kalerkantho

১ম ক লা ম

লালন স্মরণোৎসব

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

২৪ মার্চ, ২০১৬ ০০:০০কুষ্টিয়া শহরতলির ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহর আখড়ায় তিন দিনের লালন স্মরণোৎসব ও বাউল মেলা শুরু হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ গতকাল বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমি এর আয়োজন করেছে। লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি হাজী রবিউল ইসলাম প্রমুখ। উৎসব উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য বাউল, ভক্ত, গবেষক ও দর্শনার্থীরা আখড়াবাড়িতে এসে সমবেত হয়েছে। এ ছাড়া মেলা উপলক্ষে লালন একাডেমির বিশাল মাঠে বসেছে বিভিন্ন পণ্যের দুই শতাধিক স্টল।


মন্তব্য