kalerkantho

মহা তাঁবু জলসা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২৩ মার্চ, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জ জেলা তৃতীয় রোভার মুট স্কাউট উপলক্ষে রূপগঞ্জ উপজেলায় মহা তাঁবু জলসা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার হাজী মো. এখলাছউদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে এ জলসা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শাহীন আরা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান, জেলা স্কাউটস রোভার কমিশনার বিরাজ কুমার সাহা, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম, হাজী মো. এখলাছউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা লায়ন মো. মোজ্জামেল হক ভুইয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ‘রোভার মুটে অংশ নিয়ে রোভার স্কাউটরা নিজেদের শারীরিক ও মানসিক উত্কর্ষতা সাধন এবং আত্মবিশ্বাসী হতে সক্ষম হয়।’


মন্তব্য