kalerkantho

১ম ক লা ম

ফেরি বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি   

২৩ মার্চ, ২০১৬ ০০:০০হঠাৎ ঘন কুয়াশা পড়ায় গতকাল মঙ্গলবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে দুই ঘাট থেকে ছেড়ে আসা সাতটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। এ সময় দৌলতদিয়া ঘাটে নদীপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে পণ্যবাহী শত শত ট্রাক। এতে ওই ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ইউনিয়ন বোর্ড পর্যন্ত চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, গতকাল ভোর থেকে নদী অববাহিকায় হঠাৎ কুয়াশা পড়তে থাকে। একপর্যায় নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে সকাল ৬টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ সময় যানবাহন ও যাত্রীবোঝাই ফেরি ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, খানজাহান আলী, এনায়েতপুরী, কপোতী, বনলতা ও হাসনাহেনা মাঝনদীতে আটকা পড়ে। এ ছাড়া দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে পণ্যবাহী তিন শতাধিক ট্রাক। পরে কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৭টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়।


মন্তব্য