kalerkantho

শনিবার । ২১ জানুয়ারি ২০১৭ । ৮ মাঘ ১৪২৩। ২২ রবিউস সানি ১৪৩৮।


গণহিস্টিরিয়া

সখীপুরে ২০ শিক্ষার্থী অসুস্থ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

২৩ মার্চ, ২০১৬ ০০:০০টাঙ্গাইলের সখীপুরের কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় চলাকালে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গণহিস্টিরিয়ার ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

হাসপাতালে ভর্তি কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে যাওয়ার পর থেকেই তাদের শ্বাসকষ্ট হচ্ছিল। অ্যাসেম্বিলি শেষে ক্লাসে যাওয়ার পর তা বেড়ে গিয়ে মাথাব্যথা ও বমি শুরু হয়। এরপর চোখে ঝাপসা দেখে তারা অজ্ঞান হয়ে পড়ে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী জানান, সকালে বিদ্যালয়ের অ্যাসেম্বিলি ক্লাস নেওয়ার পর ষষ্ঠ থেকে নবম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থী পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাজমুল হোসাইন জানান, এটাকে মাস হিস্টিরিয়া বলা হয়। এতে সাধারণত ছাত্রীরাই বেশি আক্রান্ত হয়। এতে আতঙ্কের কিছু নেই। চিকিৎসাধীন শিক্ষার্থীরা আশঙ্কামুক্ত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয়টি ছুটি ঘোষণা করা হয়েছে।


মন্তব্য