kalerkantho

মিছিলে হামলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

২২ মার্চ, ২০১৬ ০০:০০পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা চন্দ্র শেখর মণ্ডলের আগমন উপলক্ষে বের করা মিছিলে সশস্ত্র হামলা হয়েছে। এতে স্থানীয় ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। গত রবিবার রাতে পৌর শহরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগকর্মীরা হলেন সাইদুর রহমান ও রফিকুল ইসলাম। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মণ্ডল রবিবার রাতে কলাপাড়ায় এসে পৌঁছান। এ সময় স্থানীয় ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা জানিয়ে মিছিলসহ দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেওয়ায় অন্য পক্ষের সমর্থকদের সঙ্গে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগকর্মী মোজাম্মেলসহ ২০-৩০ জনের একটি সশস্ত্র দল সাইদুর রহমান ও রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তাঁরা আহত হন। রাতেই দুজনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


মন্তব্য