kalerkantho

বৃহস্পতিবার । ১৯ জানুয়ারি ২০১৭ । ৬ মাঘ ১৪২৩। ২০ রবিউস সানি ১৪৩৮।

সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২২ মার্চ, ২০১৬ ০০:০০দীর্ঘ ১১ বছর পর ফরিদপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও তোরণ নির্মাণ করা হয়েছে। সম্মেলন সফল করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। আজ সকালে শহরের ঝিলটুলী এলাকার অম্বিকা ময়দানে এ সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন দলের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কাজী জাফর উল্যাহ, শেখ ফজলুল করিম সেলিম ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার জানান, দীর্ঘদিন পর সম্মেলন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নতুন নেতৃত্ব পেতে উদগ্রীব হয়ে রয়েছে।


মন্তব্য