kalerkantho

কৌশল পাল্টে

চাঁদপুর প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৬ ০০:০০নৌপথের বদলে এবার সড়কপথে রাজধানীতে পাচার করা হচ্ছিল জাটকার চালান। খবর পেয়ে পুলিশ গতকাল শনিবার সকালে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে চালানটি আটক করেছে। এ সময় মো. রুবেল নামের একজনকে আটক করা হয়। পরে তাকে জাটকা সংরক্ষণ ও মত্স্য আইনে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান। এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, সদর উপজেলার মেঘনাপাড়ের হানারচর থেকে কাভার্ড ভ্যানে করে একটি জাটকার চালান রাজধানীর যাত্রাবাড়ী নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে কাভার্ড ভ্যানটি আটক করে। এতে ১০টি ড্রামে প্রায় ৮০০ কেজি জাটকা ছিল। পরে দুুপুরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।


মন্তব্য