kalerkantho

মীনা ক্লাব

মেহেরপুর প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৬ ০০:০০মেহেরপুরে অর্ধশতাধিক নারী উদ্যোক্তা তৈরি উপলক্ষে ‘মীনা ক্লাব’-এর সদস্য সম্মেলন হয়েছে। মেহেরপুর মহিলা ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে সার্কিট হাউস মিলনায়তনে এ সম্মেলন হয়। মহিলা ক্লাবের সভানেত্রী লতিফা খানম চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হাসান, সাংবাদিক রফিক-উল আলম, নারী উদ্যোক্তা শিল্পী খাতুন, উলফাতান নেছা, রঞ্জনা খাতুন প্রমুখ। সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও অবহেলিত আট নারীকে তাঁতের সুতা এবং চারজনকে দুটি করে ছাগল দিয়ে তাঁদের মীনা ক্লাবের সদস্য করে নেওয়া হয়। এ নিয়ে ক্লাবটির সদস্যসংখ্যা দাঁড়াল ৫৪-তে। সভাপতির বক্তব্যে লতিফা খানম মীনা ক্লাবের সদস্যদের উদ্দেশে বলেন, ‘চোখের পানি মুছে ফেলুন, সামনে এগিয়ে আসুন। নারী-পুরুষের ভেদাভেদ ভুলে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন’। বক্তব্যের একপর্যায়ে তিনি মীনা ক্লাবের নামকরণ প্রসঙ্গে বলেন, ‘মীনা একটি কার্টুনের প্রধান চরিত্র। যেখানে মীনা বুদ্ধিমতী, সাহসী এবং কর্মঠ। এই মীনা ক্লাবের সদস্যরা যাতে নিজেরাই স্বাবলম্বী ও কর্মঠ হতে পারে সে কারণেই তাঁদের মহিলা ক্লাবের মাধ্যমে সহায়তা দিয়ে উদ্যোক্তা করে গড়ে তোলা হচ্ছে’। প্রসঙ্গত, ‘মাগো তোমায় ঘুম পাড়ানি মাসি হতে দেব না, মাগো তোমায় কারো ঘরের দাসী হতে দেব না’ এই স্লোগানে নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কয়েক মাস আগে যাত্রা শুরু হয়েছিল মীনা ক্লাবের।


মন্তব্য