kalerkantho

১ম ক লা ম

মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৬ ০০:০০সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের জেলা শাখার সমন্বয়ক তপন কুমার মণ্ডলের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন পলাশ কুমার দাশ, বিশ্বজিৎ ঘোষ, আশীষ কুমার মণ্ডল, চম্পা মল্লিক, সেলিনা পারভিন প্রমুখ। বক্তারা সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করে।


মন্তব্য