kalerkantho

26th march banner

নোয়াখালীতে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত স্কুল ঘরবাড়ি

নোয়াখালী প্রতিনিধি   

২০ মার্চ, ২০১৬ ০০:০০নোয়াখালী সদরে ঘূর্ণিঝড়ে স্কুলের ভবনসহ অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। গতকাল শনিবার ভোরে উপজেলার অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়নের দুটি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শিলাবৃষ্টিতে রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম ও স্থানীয়রা জানায়, ভোরে অশ্বদিয়া ইউনিয়নের বক্তারপুর গ্রামে হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। এ সময় বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেডের ভবনসহ আশপাশের অন্তত অর্ধশত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ভেঙে যায় গাছপালা। পাশাপাশি শিলাবৃষ্টিতে রবি ফসলের অনেক ক্ষতি হয়। একই সময় পাশের নোয়াখালী ইউনিয়নের মুরাদপুর গ্রামেও বিধ্বস্ত হয়েছে কয়েকটি কাঁচা ঘরবাড়ি।

খবর পেয়ে বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


মন্তব্য