kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


নড়াইলে সুলতান মেলা শুরু

নড়াইল প্রতিনিধি   

১৯ মার্চ, ২০১৬ ০০:০০বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী উপলক্ষে সাত দিনব্যাপী ‘সুলতান মেলা’ গতকাল শুক্রবার শুরু হয়েছে। বিকেল ৫টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক সুভাষ চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রায়হান কাউসার প্রমুখ।

জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে মেলায় রয়েছে শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, চিত্র প্রদর্শন, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, সাইকেল রেস, দড়িটানাটানি, ভ্যানগাড়ি ও গরু দৌড়, চিবুড়ি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পী সুলতানের জীবন ও কর্মের ওপর সেমিনার। মেলায় বসেছে শতাধিক স্টল। মেলার প্রধান আর্থিক পৃষ্ঠপোষক পপুলার লাইফ ইনস্যুরেন্স।

সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, এবার সুলতান স্বর্ণপদক পাচ্ছেন চিত্রশিল্পী আব্দুল মান্নান। আগামী বৃহস্পতিবার মেলার সমাপনী দিনে এ পদক দেওয়া হবে।


মন্তব্য