kalerkantho

মিলন উৎসব

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৮ মার্চ, ২০১৬ ০০:০০মুন্সীগঞ্জের লৌহজংয়ে মুক্তিযোদ্ধাদের মিলন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কাজীর পাগলা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। কাজীর পাগলা মুক্তিযোদ্ধা ইউনিট কল্যাণ সংস্থা এর আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় ৫০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব আবুল বাসার। সম্মানিত অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের সিনিয়র ডিরেক্টর (মার্কেটিং) মো. রফিকুল ইসলাম, আহাম্মেদ গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন আহাম্মেদ পান্নু, অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, মো. লিয়াকত হোসেন, জাহাঙ্গীর আলম, মো. ফয়জুল্লাহ খান, মো. কামাল হোসেন প্রমুখ। কাজীর পাগলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মীর মোশারফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন আব্দুল মোতালেব।


মন্তব্য