kalerkantho

ম্যারাথন দৌড়

হবিগঞ্জ প্রতিনিধি   

১৮ মার্চ, ২০১৬ ০০:০০ভারতের প্রখ্যাত ধর্মগুরু, দার্শনিক ও ভারতের আগরতলা ম্যারাথনের প্রবর্তক ড. বৃন্দাবন বিহারী দাশ কাঠিয়া বাবা হবিগঞ্জে ম্যারাথন দৌড় চালু করতে যাচ্ছেন। গত বুধবার রাতে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নেতাদের সঙ্গে আগরতলা ম্যারাথন মৈত্রী ব্যাটন ট্যুরের ভারতীয় প্রতিনিধিদলের মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। সুস্বাস্থ্য, সুসম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে তিনি এ উদ্যোগ নিয়েছেন। মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন ভারতের অর্জুনা পুরস্কারপ্রাপ্ত মন্টু দেব নাথ, অলিম্পিয়ান মানিক লাল সাহা, ড, সুজিত রায়, অমিয় কুমার দাশ, সুজিত ভৌমিক, রিতা সিনহা, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহসভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ শাহ ফখরুজ্জামান,

সদস্য আব্দুল মোতালিব মমরাজ, শঙ্খ শুভ্র রায়, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সফিকুজ্জামান হিরাজ, বিভত্সু চক্রবর্তী বিভু, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, ছালেহ আহমেদ, ফেরদৌস আহমেদ, আব্দুল হান্নান

ও দুলাল সূত্রধর।


মন্তব্য