kalerkantho


জয়পুরহাটে চারুকলা উৎসব

ছবি দেখে মুগ্ধ শিশুরা

জয়পুরহাট প্রতিনিধি   

১৮ মার্চ, ২০১৬ ০০:০০ছবি দেখে মুগ্ধ শিশুরা

জয়পুরহাট চারুকলা উৎসবে শিশু শিক্ষার্থীদের হাতে-কলমে ছবি আঁকা শেখাচ্ছেন ঢাকার ফ্রিল্যান্স আর্টিস্ট শিরিন আখতার। ছবি : কালের কণ্ঠ

তুলির আঁচড়ে ফুটে উঠছে গল্প। বাস্তব জীবনের নানা চিত্র। এ যেন রূপকথা। জয়পুরহাট চারুকলা উৎসবের আর্ট ক্যাম্পে দেশবরেণ্য চিত্রশিল্পীদের আঁকা ছবি দেখে এ রকমই অনুভূতি জানায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা। বরেণ্য শিল্পীদের সান্নিধ্য পাওয়ার এমন আয়োজনে আনন্দিতও তারা।

জয়পুরহাট চারুকলা উৎসব-২০১৬ উদ্যাপন কমিটির সার্বিক ব্যবস্থাপনায় তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দিনব্যাপী এ উৎসবের উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের মধ্যে মনন ও সৃজনশীলতা আনার পাশাপাশি স্কুলজীবন থেকে সুকুমারবৃত্তি চর্চায় আত্মনিয়োগে আকৃষ্ট করা।

জয়পুরহাটের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৫ শিক্ষার্থী ছাড়াও স্থানীয়রা এ উৎসবে ছবি আঁকার জ্ঞানার্জন করছে। উৎসবে হাতে-কলমে ছবি আঁকা শেখাচ্ছেন দেশবরেণ্য চিত্রশিল্পী আবদুস শাকুর শাহ্, ফরিদা জামান, রণজিৎ দাশ, আফজাল হোসেন, মোস্তাফিজুল হক, নাসরিন বেগম প্রমুখ।


মন্তব্য