kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।

পুকুরে লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১৬ মার্চ, ২০১৬ ০০:০০ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. ফাহিম মিয়া (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সৈয়দটুলা পশ্চিমপাড়ায় বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ফাহিম পানিতে ডুবে মারা গেছে বলে পুলিশ ও পরিবারের লোকজনের ধারণা। জানা যায়, ফাহিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. ধন মিয়ার ছেলে। সে আলীনগর মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত। গত সোমবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার সকালে এলাকায় মাইকিং করা হয়। পরে এলাকার লোকজন বাড়ির পাশের একটি পুকুরে ফাহিমের লাশ দেখতে পায়। এ ব্যাপারে সরাইল থানার ওসি রূপক কুমার সাহা জানান, ফাহিমের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য