kalerkantho

১ম ক লা ম

মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৫ মার্চ, ২০১৬ ০০:০০নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে কবির কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবু নঈম মোহম্মদ আবদুর ছবুর। সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আব্দুর রশীদ, কবির ছেলে ড. জামাল আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, অধ্যাপক এম এ সামাদ, আবু সুফিয়ান চৌধুরী কুশল প্রমুখ। বক্তারা বলেন, জসীমউদ্দীন তাঁর লেখায় গ্রাম-বাংলার যে প্রতিচ্ছবি এঁকেছিলেন, যেমন করে গ্রামীণ জনপদের মানুষের সুখ, দুঃখ, হাসি, কান্না ও আনন্দ, বেদনার সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন; বাংলা সাহিত্যে আর কেউ তেমন করে একাত্ম হতে পারেননি।


মন্তব্য