kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।

পল্লীকবি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৪ মার্চ, ২০১৬ ০০:০০পল্লীকবি জসীমউদ্দীনের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৭৬ সালের এই দিনে (১৪ মার্চ) ঢাকায় মারা যান তিনি। পরে তাঁকে ফরিদপুর সদরের গোবিন্দপুর গ্রামে পৈতৃক বাড়ির প্রিয় ডালিম গাছতলায় দাফন করা হয়। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী এই কবির লেখা ‘বেঁদের মেয়ে’, ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘নক্সী কাঁথার মাঠ’, ‘কবর’, ‘নিমন্ত্রণ’ ও ‘আসমানী’ কবিতা আজও পাঠকের মনে তীব্রভাবে নাড়া দেয়। পল্লীকবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে গোবিন্দপুরে তাঁর কবরস্থানে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


মন্তব্য