kalerkantho


অসময়ে উত্তাল মেঘনা

ভোলায় ভেঙেছে পন্টুনের পাইলিং

ভোলা প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৬ ০০:০০ভোলায় মেঘনা নদীর পানি হঠাৎ উত্তাল হয়ে উঠেছে। অসময়ে পানির স্রোতের তীব্রতা বেড়েছে। স্রোতে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটের পন্টুনের পাইলিং ভেঙে গেছে। ফলে ফের হুমকির মুখে পড়েছে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল।

গতকাল রবিবার সকালে ভোলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ইলিশা ইউনিয়নের ফেরিঘাটে গিয়ে দেখা যায়, মেঘনা নদীতে প্রবল স্রোত বইছে। নদীর শোঁ শোঁ শব্দ শোনা যায়। স্রোতে ফেরিঘাটের পন্টুনের প্রান্তভাগে প্রায় চার-পাঁচ ফুট পাইলিং ভেঙে গেছে।

ঘাটে কথা হয় স্থানীয় গ্রাম্য চিকিৎসক আমির হোসেন, ব্যবসায়ী আজাদ ও জসিমের সঙ্গে। তাঁরা জানান, এখন পূর্ণিমার জোয়ার চলছে। এ কারণে মেঘনা নদীর পানি উত্তাল হয়ে উঠেছে। তীব্র স্রোতের কারণে ফেরিঘাটের পাইলিংয়ের কিছু অংশ ভেঙে গেছে।

এ বিষয়ে ভোলা-লক্ষ্মীপুর ফেরিপথের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আলম বলেন, ‘পাইলিংয়ের কিছু অংশ ভেঙে গেছে। পানির যে স্রোত, তাতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো মুহূর্তে ভেঙে ফের ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মেঘনার তীব্র ভাঙনের মুখে এর আগে এ রুটটি অন্তত পাঁচবার স্থানান্তর করা হয়েছে।’

ফেরিঘাট পরিদর্শন শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) উপসহকারী প্রকৌশলী দেব জ্যোতি বড়ুয়া ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. ইউনুছ বলেন, ‘দ্রুত মেরামত কাজ শুরু হবে।’ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম বলেন, ‘ভোলার মেঘনা ভাঙন রক্ষায় ৩০০ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়েছে।’


মন্তব্য