kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


সড়ক দুর্ঘটনা

চাটমোহরে শিশু ডামুড্যায় যুবক নিহত, আহত ২

পাবনা ও শরীয়তপুর প্রতিনিধি   

১৩ মার্চ, ২০১৬ ০০:০০সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার পাবনার চাটমোহরে শিশু ও শরীয়তপুরের ডামুড্যায় যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুজন।

চাটমোহরের নেউতিগাছা এলাকায় গতকাল সকাল ১০টার দিকে মোটরসাইকেল ও অটোরিকশার ধাক্কায় শিশু সায়মা খাতুন (৫) নিহত হয়। সে ওই এলাকার সাহেব আলী মাস্টারের মেয়ে এবং নেউতিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয়ে যাওয়ার সময় নেউতিগাছা এলাকায় চাটমোহর-পাবনা সড়ক পার হতে গেলে সায়মাকে একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে সে ছিটকে সড়কের মাঝখানে পড়ে। একই সময় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডামুড্যা উপজেলার কেহুর ভাঙ্গা এলাকায় গতকাল দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় জামাল হোসেন (২২) নামের এক যুবক নিহত হন। আহত হন জামালের বন্ধু নাহিদ (২২), আবিদ (১৭)।

 


মন্তব্য