kalerkantho


চুয়াডাঙ্গায় নজরুল সম্মেলন শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

১২ মার্চ, ২০১৬ ০০:০০চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন। বিকেলে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দার ছেলুন। এর আগে সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. এনামুল হক এতে মুখ্য আলোচক ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) এবং নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. মনজুরুর রহমান।

সম্মেলন প্রসঙ্গে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘১৯২৬-১৯২৭ সালে কবি নজরুল ইসলাম কার্পাসডাঙ্গায় এসেছিলেন। তিনি এখানে প্রায় দুই মাস অবস্থান করেন এবং অনেক আলোচিত গল্প, গান ও কবিতা রচনা করেন। এ কারণে জাতীয়ভাবে চুয়াডাঙ্গার কার্পাডাঙ্গায় নজরুল সম্মেলন আয়োজনের দাবি ছিল চুয়াডাঙ্গাবাসীর। সেই দাবি আজ পূরণ হলো।’

তিন দিনের জাতীয় নজরুল সম্মেলনের থিম ‘বাংলাদেশে নজরুল’। আগামীকাল রবিবার শেষ হবে এই সম্মেলন।


মন্তব্য