kalerkantho


ঝিনাইদহের শৈলকুপা

হাজতের বাথরুমে ‘আত্মহত্যার চেষ্টা’ হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি   

১২ মার্চ, ২০১৬ ০০:০০ঝিনাইদহের শৈলকুপা থানা হাজতে আত্মহত্যার চেষ্টাকারী এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার এ ঘটনায় মৃত কাজল মণ্ডল (২৫) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার রাজাপুর গ্রামের জুলহাস মণ্ডলের ছেলে।

শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার শৈলকুপা উপজেলার ভাটই বাজার থেকে ২০ পুরিয়া গাঁজাসহ কাজল মণ্ডলকে আটক করা হয়। রাতভর তাঁকে অন্য মামলার দুই আসামির সঙ্গে থানা হাজতে রাখা হয়। গতকাল সকাল ১১টার দিকে কাজল হাজতের বাথরুমে ঢোকেন। বাথরুমের ভেতর তিনি নিজের পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে পানির পাইপের সঙ্গে বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। হাজতের ভেতর থাকা আসামিরা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। পুলিশ বাথরুম থেকে কাজলকে উদ্ধারের পর শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক শারমীন আহমেদ মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, কাজল মণ্ডলের বিরুদ্ধে শৈলকুপা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিক মামলা রয়েছে।


মন্তব্য