kalerkantho

মাছ লুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১১ মার্চ, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক মেয়র ও পৌর বিএনপি নেতা মজিবুর রহমান ভূঁইয়ার পুকুর থেকে প্রায় চার লাখ টাকার মাছ লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঞ্চন পৌর কার্যালয় সংলগ্ন পুকুরে ওই চুরির ঘটনা ঘটে।

মজিবুর রহমান ভূঁইয়া জানান, প্রায় চার বছর ধরে আড়াই বিঘা পুকুরে মাছ চাষ করে আসছেন তিনি। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই পুকুর থেকে প্রায় চার লাখ টাকার মাছ লুটে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ জানাবেন বলে জানান তিনি।


মন্তব্য