kalerkantho


সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৩

প্রিয় দেশ ডেস্ক   

১০ মার্চ, ২০১৬ ০০:০০সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশ এবং হবিগঞ্জের নবীগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুরে দুই শিশু নিহত হয়েছে।

গোপালগঞ্জ : কাশিয়ানী উপজেলায় গাড়িচাপায় গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল ওবায়দুর রহমান মোল্যা নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজারে এ দুর্ঘটনা ঘটে। ওবায়দুরের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়।

হবিগঞ্জ : সিএনজিচালিত অটোরিকশার চাপায় সোহান (৬) নামের এক শিশু মারা গেছে। গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলার হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের কালিয়ারভাঙ্গ এলাকার পুরানগাঁও প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর (নীলফামারী) : মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় প্রাণ গেছে আট বছরের শিশু কাজলের। গতকাল বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলার পশ্চিম আইসঢাল পানাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাজল একই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. কহিদুল ইসলামের মেয়ে। 


মন্তব্য