kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


সিরাজদিখানে তথ্যমেলা ও গণশুনানি

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৬ ০০:০০মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী তথ্যমেলা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা চত্বরের মেলায় বিভিন্ন দপ্তর, পল্লী বিদ্যুৎ ও বেসরকারি সংস্থা ব্র্যাকসহ ৩৩ প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়।

গণশুনানিতে অংশ নেয় ভূমি অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এবং সাব-রেজিস্ট্রি অফিস। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ।

সচেতন নাগরিক কমিটির (সনাক) মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক তানভির হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজী শফিকুর রহমান ও দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মনিরুজ্জামান।

গণশুনানিতে সাধারণ মানুষ উপজেলার বিভিন্ন ভূমি অফিস ও সিরাজদিখান সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির কথা উল্লেখ করেন।

শুনানি শেষে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ করা হয়। পরে সনাক ও মুন্সীগঞ্জ ইয়েস গণনাট্যদল আয়োজিত দুর্নীতিবিরোধী প্রচারণামূলক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


মন্তব্য