kalerkantho

১ম ক লা ম

বাল্যবিয়েমুক্ত

নীলফামারী প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৬ ০০:০০নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়নের নগর দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত গণ-সমাবেশে প্রধান অতিথি পুলিশ সুপার জাকির হোসেন খান এ ঘোষণা দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, সদর থানার ওসি শাহজান পাশা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাহিদুল ইসলাম, বেসরকারি সংস্থা ল্যাম্বের প্রতিনিধি বোরহান মৃধা প্রমুখ।


মন্তব্য