kalerkantho


নাজিরপুরে খাল কাটা প্রকল্প

অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৬ ০০:০০পিরোজপুরের নাজিরপুরে খাল কাটা প্রকল্পে অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে। উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কুলইতলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে এলজিইডির অর্থায়নে ওই প্রকল্পের কাজ চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ‘কলারদোয়ানিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র সদস্যদের দিয়ে এলজিইডি এ কাজ বাস্তবায়ন করার কথা। প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় প্রায় ৭০ লাখ টাকা। এ কাজ বাস্তবায়নের জন্য সঠিক নিয়মে সমবায় সমিতি গঠন, সদস্য ভর্তি ফি আদায়, মাসিক চাঁদা আদায় ও সদস্যদের খাল কাটা বিষয়ক প্রশিক্ষণও সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ঝান্টু সংশ্লিষ্ট সমিতির সদস্যদের দিয়ে খাল না কাটিয়ে উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আনসার আলীকে ১২ কিলোমিটার খাল কাটার জন্য ২০ লাখ টাকায় ঠিকা চুক্তি দেন। বাকি প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে চেয়ারম্যানের বিরুদ্ধে ওই সমিতির চার শতাধিক সদস্যসহ স্থানীয় আরো অনেক নারী-পুরুষ মানববন্ধন করে। ওই ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদ বলেন, ‘শুরু থেকে আমি এ প্রকল্পের যাবতীয় কাজে অংশ নিয়েছি। কিন্তু অজানা কারণে আমাকে সমিতি থেকে বাদ দেওয়া হয়।’


মন্তব্য