নরসিংদী শহরের ব্রাহ্মন্দীতে একটি বাড়িতে গত সোমবার সন্ধ্যায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বোনের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে রক্ষা করতে গিয়ে কোপ খেয়েছেন ভাই।
পুলিশ ও পরিবার জানায়, সন্ধ্যা ৭টার দিকে কাজী জাবেদ ইকবালের মেয়ে ঐশিকে ড্রইং রুমে গৃহশিক্ষক পড়াচ্ছিলেন। কলিং বেলের শব্দ পেয়ে ঐশি দরজা খুলে দেয়। এ সময় সাত থেকে আটজন সশস্ত্র লোক ঘরে ঢোকে। ডাকাতির বিষয়টি আঁচ করতে পেরে পাশের কক্ষে থাকা ঐশির মা গৃহবধূ শিরিন আক্তার তাঁর ভাইসহ নিকট আত্মীয়দের মুঠোফোনে খবর জানান। এরই মধ্যে ডাকাতরা বাড়িতে থাকা লোকজনদের মুখ ও হাত-পা বেঁধে ফেলে। পরে বাড়ির আলমারি ভেঙে ৬০ হাজার টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। খবর পেয়ে গৃহকর্ত্রীর ভাই কামরুজ্জামান ফারুক ছুটে আসেন। বাধা দিলে ডাকাতরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের