kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।

অবরোধ

দিনাজপুর প্রতিনিধি   

৭ মার্চ, ২০১৬ ০০:০০আলাদা সড়ক দুর্ঘটনায় সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিহতের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ এবং মানববন্ধন করেছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে মানববন্ধন করে।

পরে শিক্ষার্থীরা সড়কে বেঞ্চ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেন অবরোধের কারণে সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা বিকেলে অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল শুরু হয়। গত শুক্রবার আলাদা সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদের শেষ বর্ষের ছাত্রী রহিমা খাতুন রিমা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের হেলপার আব্দুর রহিম টিটু নিহত হয়।


মন্তব্য