kalerkantho

চার্চে ডাকাতি

মেহেরপুর প্রতিনিধি   

৭ মার্চ, ২০১৬ ০০:০০মেহেরপুরের মুজিবনগর ভবেরপাড়া ক্যাথলিক চার্চে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল কমপক্ষে দেড় লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোনসেট লুট করেছে বলে দাবি চার্চ কর্তৃপক্ষের। গত শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় ভবেরপাড়া গ্রামের বিকাশ মণ্ডল ও বাগোয়ান গ্রামের ফারুক হোসেন নামে দুজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি জানতে চাইলে চার্চের দায়িত্বপ্রাপ্ত সিস্টার মমতা মণ্ডল বলেন, ‘পাঁচ-সাতজনের একদল ডাকাত গেটের তালা ভেঙে চার্চের ভেতর ঢুকে অস্ত্রের মুখে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা চার্চে থাকা প্রায় দেড় লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোনসেট লুটে নেয়।’ এ ব্যাপারে মুজিবনগর থানার ওসি কাজী কামাল আহমেদ জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল চার্চের সামনে অবস্থান নেয়। ডাকাতরা পালানোর সময় তাদের মধ্যে বিকাশ মণ্ডল ও ফারুক হোসেন নামে দুজনকে আটক করা হয়। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য চার্চের দুই নৈশ প্রহরীকেও থানায় নেওয়া হয়েছে।


মন্তব্য