kalerkantho

১ম কলাম

ফেরি বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৬ ০০:০০ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে গতকাল শনিবার পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝপদ্মায় ছয়টি ফেরি আটকে পড়ে। ফলে দুই ঘাটে নদী পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে শত শত গাড়ি। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) মাওয়া কার্যালয়ের ম্যানেজার (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, গতকাল ভোরে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। পরে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে দৃষ্টিহীন হয়ে পড়ে বয়াবাতি, মার্কারসহ নদীর গতিপথ। তাই বাধ্য হয়েই ফেরি মাস্টাররা শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেন। এ সময় দুই ঘাট থেকে ছেড়ে যাওয়া ছয়টি ফেরি মাঝনদীতে আটকে পড়ে। পরে সকালে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে গাড়ির বিশাল সারির সৃষ্টি হয়। এতে ভোগান্তির শিকার হয় যাত্রীরা। তবে দুপুরে যানজট কমে আসে।


মন্তব্য