kalerkantho


সেলিম ওসমান বললেন

সবার প্রচেষ্টায় অত্যাধুনিক না.গঞ্জ গড়া সম্ভব

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি এ কে এম সেলিম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনবাসীর উদ্দেশে বলেছেন, ‘আমার ওপর আস্থা রাখেন। আমার অভিজ্ঞতা রয়েছে। আমি উন্নয়ন করব, আপনাদের সহযোগিতা প্রয়োজন।’ গতকাল শনিবার দুপুরে শীতলক্ষ্যার মোড়ে ১৮ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এমপি সেলিম ওসমান আরো বলেন, ‘আমি মনে করি নারায়ণগঞ্জে অপরাজনীতির কারণে আমরা আদমজী হারিয়েছি, রেলস্টেশন হারিয়েছি; যেটার পরিবর্তে আজ কমলাপুর রেলস্টেশন। প্রাচ্যের ডান্ডির ঐতিহ্য হারিয়েছি। কিন্তু আমাদের সবার প্রচেষ্টায় নারায়ণগঞ্জে প্রাচ্যের ডান্ডি থেকে অত্যাধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে।’

সভা শেষে এমপি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান হিসেবে ওই ওয়ার্ডের নলুয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসাকে ২৫ লাখ, দক্ষিণ নলুয়া জামে মসজিদকে ২০ লাখ, আশার আলো প্রতিবন্ধী স্কুলকে ২৫ লাখ, সত্য নারায়ণ জিউর মন্দিরকে ১৫ লাখ ও ১০ নম্বর শীতলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কমিটিকে ১৫ লাখ টাকার চেক দেন।

মুক্তিযোদ্ধা মোসলে উদ্দিন আহম্মেদ ডিপটির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, বিকেএমইএর সহসভাপতি (অর্থ) জিএম ফারুক, আটা ময়দা মিল মালিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হুমায়ন কবির খান শিল্পী, মহানগর আওয়ামী লীগ নেতা জি এম আরমান, সদর মডেল থানার ওসি আবদুল মালেক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।


মন্তব্য