নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্থানীয় ‘চাঁদাবাজ’ মামুন বাহিনীর প্রধান চান্দা মামুনকে পুলিশে দিয়েছেন সংসদ সদস্য (এমপি) গোলাম দস্তগীর গাজী। গতকাল শুক্রবার দুপুরে রূপসী এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। মামুন রূপসী এলাকার চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মামুন তার সহযোগী রিপন, ছালাম ও আশরাফুলসহ আরো কয়েকজন মিলে এলাকায় বিভিন্নভাবে নিরীহ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে চাঁদা আদায় করে আসছিল। এ বাহিনীর সদস্যরা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও জুয়ার আসর বসানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ বাড়ি নির্মাণ করতে গেলে মামুন বাহিনীকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলেই হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়।
এ ব্যাপারে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজসহ অপরাধীদের কোনো ছাড় নেই। অপরাধীরা যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।’
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, চান্দা মামুনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের