kalerkantho

সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জ বন্দরে অভিযান চালিয়ে প্রায় আট কোটি টাকা বকেয়ার দায়ে একটি রপ্তানিমুখী পেপার মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিতাস গ্যাসের রূপগঞ্জের যাত্রামুড়া অফিসের উপমহাব্যবস্থাপক খন্দকার আবদুস সবুর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্দরের মদনপুর কেউঢালা এলাকার গাজীরপুর পেপার মিলের প্রায় আট কোটি টাকা বকেয়া রয়েছে। এ ছাড়া বকেয়া টাকা দেওয়ার জন্য আদালতেরও আদেশ রয়েছে। আদালতের আদেশ মোতাবেক বকেয়া বিল না দেওয়ায় পেপার মিলের গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের যাত্রামুড়া অফিসের ব্যবস্থাপক আতিকুল হক সিদ্দিকী, সহ-প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, ইসমাইল হোসেন, আবদুল আজিজ প্রমুখ।


মন্তব্য