kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


টঙ্গীতে র‌্যাবের হাতে পিস্তলসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৪ মার্চ, ২০১৬ ০০:০০গাজীপুরের টঙ্গীতে গতকাল বৃহস্পতিবার বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের ভাষ্য, আটক দুজন চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত।

আটক মো. হাসিবুল ইসলাম হাসিব (১৮) ও মো. জহিরুল ইসলাম বিপ্লব (২২) টঙ্গীর মনছুর আলী সড়ক এলাকার বাসিন্দা।

র‌্যাব-১ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে গতকাল ভোরে টঙ্গীর ওই এলাকায় অভিযান চালিয়ে মো. জহিরুল ইসলাম বিপ্লবকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাসিবুল ইসলাম হাসিবকে তার বাড়ি থেকে আটকসহ পিস্তলটি উদ্ধার করা হয়। এ দুজন দীর্ঘদিন ধরে টঙ্গীর স্টেশন, পশ্চিম আরিচপুর ও এর আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল।


মন্তব্য