kalerkantho


সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২

প্রিয় দেশ ডেস্ক   

৪ মার্চ, ২০১৬ ০০:০০মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত হয়েছেন। অন্যদিকে হবিগঞ্জের বাহুবলে বাসের চাপায় মারা গেছে শিশু।

মানিকগঞ্জ : মাটিভর্তি ট্রাকের চাপায় ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুল হক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে একজন। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বজলুল হক পেশায় আইনজীবী ছিলেন। এ ব্যাপারে সদর থানার উপপরির্দশক (এসআই) আল মামুন জানান, সকালে ঘিওর থেকে এক্সিম ব্যাংকের নিরাপত্তা কর্মচারী নুরুল হকের মোটরসাইকেলে করে মানিকগঞ্জে আসার পথে মুলজান এলাকায় ওই ট্রাকটি তাঁদের চাপা দেয়। এ সময় দুজনই গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বজলুল হক মারা যান।

হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় স্বর্ণা বেগম নামের এক শিশু নিহত হয়েছে।মন্তব্য