kalerkantho


১০০০ টাকা নিয়ে সংঘর্ষ আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৬ ০০:০০হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামে বৃহস্পতিবার সকালে পাওনা এক হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুশিয়ারতলা গ্রামের নিজাম মিয়া একই গ্রামের আবদাল মিয়াকে এক হাজার টাকা ধার দিয়েছিলেন। গত বুধবার বিকেলে আবদালের কাছে পাওনা টাকা ফেরত চাইলে তিনি নিজামের সঙ্গে খারাপ আচরণ করেন। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। পরে স্থানীয় মুরব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত সফর আলী, শুয়েব মিয়া ও ফজল মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো মামলা হয়নি।’


মন্তব্য