বগুড়ার শেরপুরে সেপটিক ট্যাংকে আটকা পড়ে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ফায়ার সার্ভিসকর্মীরা দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন। তাঁরা হলেন শেরপুরের নলডাঙ্গা গ্রামের এমদাদুল হকের ছেলে সাগর ও ঝাঝড় গ্রামের শাজাহান আলীর ছেলে জহুরুল। এই উদ্ধার অভিযান পরিচালনার সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানাও অসুস্থ হন। এলাকাবাসী জানায়, শেরপুর পৌর শহরের হাসপাতাল রোডে খন্দকার টোলা এলাকায় আবুল কালাম আজাদের নবনির্মিত একটি ভবনে নির্মাণকাজ করছিলেন ওই দুই শ্রমিক। বুধবার সকালে তাঁরা ওই ভবনের সেপটিক ট্যাংকের সাটার খোলার জন্য ভেতরে ঢোকেন। এরপর দীর্ঘ সময় তাঁদের কোনো সাড়াশব্দ না পেয়ে অন্য শ্রমিকরা আশপাশের লোকজনকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংকির ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের